শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ ঐতিয্যবাহী বিক্রমপুরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত সোমবার সকালে উপজেলার শ্রীনগর পাইলট এন্ড স্কুল এন্ড কলেজের নিজস্ব খেলার মাঠে কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ২৪৫ জন প্রতিযোগী ৪১টি ইভেন্টে অংশগ্রহন করেন। সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, শ্রীনগর পাইলট স্কুলের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন,মোকাজ্জল মেম্বার, আঃ মিন্টু, সিনিয়র শিক্ষক পরিমল পোদ্দার, অমল চন্দ্র হাওলাদার, হারুন অর রশিদ, আলতাফ হোসেন উজ্জল, প্রদিপ কুমার সাহা, ছিদ্দিকুর রহমান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অভিবাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com