সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

লালমনিরহাটে ৫ জুয়াড়ির কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি::
প্রকাশ্যে জুয়া খেলার দায়ে লালমনিরহাটে ৫ জুয়াড়িকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (নেজারত-এনডিসি) গোলাম ফেরদৌস। সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আইয়ুব আলী(৩৪), ফুলগাছ গ্রামের ছাত্তারের ছেলে কামাল হোসেন(৩৮), সাহেব পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে নয়ন মিয়া(৩৯), কোদালখাতা গ্রামে শুকর আলীর ছেলে মিন্টু মিয়া(৩৫), সাধুটারী গ্রামের নারায়ন চন্দ্র মোহন্তের ছেলে শ্যামল চন্দ্র মোহন্ত(৫০)।
লালমনিরহাট গোয়েন্দা(ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলগাছ এলাকা থেকে ৫ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সকলে নিজেদের দোষ স্বীকার করে নিলে জুয়া খেলার দায়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের পর সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution