সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- লারমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার মোঃ আজগর আলী খাঁনের ছেলে মোঃ আব্দুল হামিদ খাঁন (৪৮), ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ এলাকার মৃত সহিদ পাইকের ছেলে মোঃ লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাও এলাকার মোঃ বুদাই দেওয়ানের ছেলে মোঃ আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নয়ন সরকার গোপাল (৩৮), ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর এলাকার মৃত আনসার আলীর ছেলে মোঃ আমির হোসেন (৪৮)।

লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোরে আব্দুল হামিদের নেতৃত্বে লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে জেলা শহরের মিশনমোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে ৫/৬টি করে ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা করে দুপুরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com