সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধি পেপার হকার নিহত

লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম পাগলা (৩৮) নামে এক বাক ও শ্রবন প্রতিবন্ধি পেপার বিক্রেতা নিহত হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের টিএক্সআর অফিস ও রেলওয়ে পাওয়ার হাউজের পাশে দূর্ঘটনাটি ঘটে। বাক ও শ্রবন প্রতিবন্ধি আমিনুল ইসলাম লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ শাহজাহান কলোনীর বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল গফুরের ছেলে। লালমনিরহাট জেলার পত্রিকা এজেন্ট সাজিদ আলম জানান, আমিনুল ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে সংবাদপত্র বিক্রয় করে আসছিল। দুর্ঘটনার পর পরেই সংবাদটি ছড়িয়ে পড়লে হাজার হাজার লোক লাশটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। এসময় আমিনুলের নিথর দেহটি পড়ে ছিল রেল লাইনের মাঝখানে। পরে স্থানীয় লোকজন তার বিক্রয় করার জন্য নেয়া পেপার দিয়েই আমিনুলের ক্ষত বিক্ষত লাশটি ঢেকে রাখে।
সাংবাদিক এস দিলীপ রায় জানান, বাক ও শ্রবণ প্রতিবন্ধি আমিনুল স্ত্রী ও তিন সন্তান নিয়ে চরম দারিদ্রতার মধ্যে জীবন যাপন করলেও কোনদিন কারো কাছে দুই টাকা হাত পেতে নেই নি। প্রতিবন্ধী হয়েও পেপার বিক্রি করে জিবিকা নির্বাহ করে এসেছে সে। অথচ সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ছিল। তার এ অকাল মৃত্যুতে লালমনিরহাট জেলার সকল সাংবাদিক ও আপামর সকল শ্রেণির জনসাধারন গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে আমিনুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution