শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ইন্দোনেশিয়া রোহিঙ্গাদের মাঝে সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি জোকো উইদোদো।

আজ রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসেন তিনি। এসময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশেষ বিমানে করে কক্সবাজারে পৌঁছান জোকো উইদোদো। বিমানবন্দর থেকে তিনি সরাসরি উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোকো উইদোদো বিকেলে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন। রাতে ঢাকায় ফিরেই জাকার্তার উদ্দেশ্যে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান রাষ্ট্রপতি উইদোদো। রোববার দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

গত বছর ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী নতুন করে দমন অভিযান শুরুর পর থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution