শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে বসে মোবাইল ফোনে লুডু খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে চার বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার আলাউদ্দিননগর নামক স্থানে ফারি রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানান, প্রতিদিনের ন্যায় আজকেও তারা চার বন্ধু রেললাইনে বসে মোবাইল ফোনে লুডু খেলছিল। এ সময় সেখানে একটি ধান মারাইয়ের মেশিনও চলছিল। ধান মারাই মেশিনের উচ্চ শব্দের কারনে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। ফলে বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম চলছে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই নিহতদের পরিবারের লোকজন তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। তারপরও লালমনিরহাট জিআরপি থানায় বিষয়টি অবগত করা হয়েছে।