সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য শাহিদা রফিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

দলের বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার (১ মার্চ) সকালে হঠাৎ করে শাহিদা রফিকের ব্লাড প্রেসার অনেক কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে তখন জানানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com