সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ দিনাজপুর শহরের পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের ক্রয়কৃত এক শতক সম্পত্তি প্রতারানা করে নিজ নামে দলিল করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল বাকীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর শহরের পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের ক্রয়কৃত এক শতক জমি প্রতারা করে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল বাকী তার নিজ নামে দলিল করেন। ২০১১ সালের ৭ জুলাই মোসাম্মৎ আহিজা খাতুন ওরফে রাহিজা এর কাছ থেকে পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের নামে দুই লক্ষ আশি হাজার (২,৮০,০০০/-) টাকা মূল্য সাব্যস্তক্রমে দুই লক্ষ (২,০০,০০০/-) টাকা নগদ দিয়ে জমি রেজিস্টার্ড বায়না দলিল করা হয়। যার রেজিষ্ট্রিরিকৃত বায়না দলিল নং-৬৮৬৮।
মসজিদের নামে বায়নাকৃত জমির অবশিষ্ট আশি হাজার (৮০,০০০/-) টাকা নিয়ে বিক্রেতা মোছাম্মৎ আহিজা খাতুন ওরফে রাহিজা খাতুন কে দলিল রেজিস্ট্রি করতে বলা হলে বিক্রেতা আহিজা খাতুন গড়িমসি করলে দিনাজপুর সদর সহকারী জজ আদালতে মসজিদের পক্ষে একটি মামলা করেন। মামলা নং ২৫২/২০১১। মামলায় বিবাদী মোছাম্মৎ আহিজা খাতুন ওরফে রাহিজা ২০১৫ সনে ওকালতনামা দাখিল করে শুধুমাত্র একটি জবাব দাখিল করে আর কোন পদক্ষেপ গ্রহন করেনি।
দীর্ঘ ১৩ বছর পর আদালত ২০২৩ সালের ১৯ জুন তারিখে মামলা নং-১১৪/২০২২ এর মসজিদের পক্ষে একতরফা রায় ও ডিক্রি হয়। রায় ও ডিক্রির ৯০ দিনের মধ্যে বাদী মসজিদের বরাবরে কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করার আদেশ হয়। নির্ধারিত তারিখের মধ্যে বিবাদী পক্ষ দলিল রেজিস্ট্রি করে না দেওয়ায় তৎপরবর্তীতে পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের পক্ষে অন্য ডিক্রি নং-১৩/২০২৩ দায়ের হলে আদালতের নির্দেশে ২০২৩ সালের ২০ নভেম্বর তারিখে মসজিদের নামীয় মূল দলিল তৈরি করে আদালতে দাখিল করেন। যা পরবর্তীতে ২০২৩ সালের ২৩ নভেম্বর তারিখে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়, যার দলিল নং-১০৯৩৩।
স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল বাকী মসজিদ কমিটির কাউকেই কোন কিছু না জানিয়ে শুধুমাত্র মামলার ভয় দেখিয়ে দীর্ঘ ১৩ বছর মসজিদের টাকা আত্মসাত করেন। জালিয়াতি করে মসজিদের জায়গা সুক্ষকারচুপির মাধ্যমে মূল দলিলে পশ্চিম পাটুয়াপাড়া মসজিদ এর পক্ষে কথাটি বাদ দিয়ে শুধুমাত্র এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী এর নিজ নামে দলিল আদালতে দাখিল করে রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি দলিল করান।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি আবু বক্কর জানান আমাদের মসজিদের জন্য এক শতাংশ জমি রেজিস্ট্রি বায়ণা দলিল করি। পরে এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী সকলের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে দিনাজপুর শহরের পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের এক শতাংশ জমি এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী তার নিজ নামে দলিল রেজিস্ট্রি করে নেন। জঘন্য অপকর্মের নিন্দা জানানোর ভাষা আমাদের কারোরই জানা নেই। তার এই জঘন্য অপকর্মের বিরুদ্ধে মসজিদের সকল মুসল্লীগণ তীব্র নিন্দা জানায়।
প্রতারানা করে নিজ নামে দলিল করে নেয় বিষয়টি মুঠোফোনে কল করে জানতে চাইলে এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী বলেন আমি এখন মিটিং এ আছি আপনি আমাকে রাত ৯ টার পর কল করেন।