শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: পর্যটনশিল্পের বিকাশে বিশ্বের ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত ৫৭ দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় প্রথমবারের মতো শুরু হওয়া ওআইসি সদস্য দেশের পর্যটনমন্ত্রীদের ১০ম সম্মেলন উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
এ সময় পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন দেয়ার কথা বলেন। তিনি বিশ্বে পর্যটনশিল্পের বিকাশে মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ওআইসির পর্যটনমন্ত্রীদের এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এই সম্মেলনে ২৫ দেশের উচ্চপর্যায়ের শতাধিক প্রতিনিধি ও ১৫ দেশের পর্যটনমন্ত্রী অংশ নিয়েছেন।
সম্মেলনে ইসলামী হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকাবিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা ঘোষণা ও টেকনিক্যাল ট্যুরের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।