সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

নারায়নগঞ্জে ডকইয়ার্ড পরিদর্শন করলেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন

নারায়নগঞ্জে ডকইয়ার্ড পরিদর্শন করলেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন

আবদুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় বাংলাদেশ নৌবাহিনী কর্তিক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম. শাখাওয়াত হোসেন।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে তিনি ডকইয়ার্ডে পরিদর্শনে আসেন। এ সময় তার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ মাহমুদ মোস্তফা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাজিম উদ্দীন।

ডকইয়ার্ডের কার্যক্রম পরিদর্শনের সময় তিনি ডকইয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জাহাজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এবং পরিচালনা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিকেলে স্পিডবোটে করে নদী পথে ঢাকার উদ্দেশ্যে সোনাকান্দা ডকইয়ার্ড থেকে বিদায় নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com