শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
দিনাজপুর প্রতিনিধি ।।
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে জাতীয় উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকায় সৃজিত বেত ও শাল বাগানে আগুন লাগে। আগুনে পুড়ে গেছে ৪টি শাল গাছসহ কিছু বেতগাছ। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে উপজেলা ফায়ার সার্ভিস।
নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ৪ গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়।
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, বন বিভাগের ঘন শালবনের কিছু এলাকায় মাদক ও বখাটেদের উঠাবসা থাকায় তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়াও চলমান তাপদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনাও ঘটতে পারে। তবে আগুনে পোড়া শালগাছগুলোর তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।