রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

নবাবগঞ্জে কৃষক ও কৃষির পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নবাবগঞ্জে কৃষক ও কৃষির পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি অধিদপ্তর যৌথভাবে কৃষক ও কৃষির পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের’ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আয়োজন করে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ২৫জন কৃষককে ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেয়া হয়েছে।

প্রশিক্ষণে উন্নতজাতের ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির উন্নয়ন ও আধুনিকায়ন এবং ধানের রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা, সবুজ সার উৎপাদন ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এতে কৃষির উপকার ও অপকারিতা পোকা চিহ্নিত, সেচ ব্যবস্থায় করণীয়, সমবায় সমিতি গঠন ও ব্যাংকে কৃষি একাউন্ট সম্পর্কে অবহিতকরণ করা হয়।

নবাবগঞ্জে কৃষক ও কৃষির পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আরিফুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, ঢাকা জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com