শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধিঃঃ
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত হয়েছে। জেলার মান্দা ও ধামইরহাট উপজেলায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নওগাঁ বিআরটিএর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানের স্ত্রী হাসি খাতুন (৩০) এবং ধামইরহাট উপজেলার এসিআই ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মমিনুল ইসলাম (৩০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, প্রাইভেটকার নিয়ে রোববার দুপুরে নওগাঁ বিআরটিএর এ্যাসিটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানসহ তার পরিবার রাজশাহীতে যাচ্ছিলেন। উপজেলার হাজী গোবিন্দপুর নামক স্থানে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর আসলে তার চাকা নষ্ট হয়ে ওই প্রাইভেটকারে গ্লাসে লাগলে ঘটনাস্থলেই হাসি খাতুন মারা যায়। আর মাইনুলের পা ভেঙে যায় এবং শিশু আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, সকালে উপজেলার বিহারীনগর ব্রীজের কাছে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পৃথক দুটি বিষয়ে মান্দা ও ধামইরহাট থানায় মামলা দায়ের হয়েছে।