রবিবার, ১৫ Jun ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহারুল মৃধাকে (৫৮) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চকরাজাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার ফিলিপনগর ইউপির ইসলামপুর গ্রামের মৃত জানবার মৃধার ছেলে। এসময় তার কাছ থেকে দেশি তৈরি একটি পাইপগান, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক দাম ১ লাখ ৩১ হাজার টাকা। তার সাথে থাকা আরো ৩ সহযোগী পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছেন।
সীমানা পিলার ৮৪/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে, উদয়নগর বিওপির আওতায় এ অভিযান পরিচালিত হয়। শনিবার রাত ১১টার দিকে বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথমে নাহারুল মিথ্যা নাম-পরিচয় দিলেও পরে বায়োমেট্রিক যাচাই ও নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়।
জানা যায়, নাহারুল ২০২২ সালের একটি ডাকাতি ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। মামলাটিতে অন্য আসামিরা ৩০ বছরের সাজা পেলেও তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।
প্রায় চার মাস আগে তিনি গোপনে দেশে ফিরে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে শুরু করেন। তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।