মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

দৌলতপুরে ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই মামলার আসামি গ্রেফতার

দৌলতপুরে ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই মামলার আসামি গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই মামলার অন্যতম প্রধান আসামি মো. রাকিবুল ইসলাম ওরফে রাখি (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ফিলিপনগর গ্রামের মো. হাফিজুল সরদারে ছেলে।

রাখির বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা চলমান রয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার পার্শ্ববতী হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের মো. নুরুল ইসলাম ওরফে নুরালের বাড়ির প্রবেশ গেটে একদল সশস্ত্র ছিনতাইকারী ব্যবসায়ী নুরালকে অস্ত্রের মুখে জিম্মি ও হত্যার হুমকি দিয়ে ব্যবসার ব্যাগ ভর্তি ৫ লক্ষ টাকা ছিনতাই করে নেয়। ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী নুরুল ইসলাম মঙ্গলবার (৫ নভেম্বর) দৌলতপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন যার নং-১৪। মামলার সূত্র ধরে র‌্যাব সদস্যরা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল বুধবার রাতে ফিলিপনগরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার অন্যতম আসামি রাকিুল ইসলাম রাখিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৬ হাজার টাকা ও মোবাইল ফোন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com