বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

দেশে কোন স্বৈরাচআর ক্ষমতায় আসবে না

দেশে কোন স্বৈরাচআর ক্ষমতায় আসবে না

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মোঃ আলা উদ্দিন সিকদার বলেছেন, “আমরা শিবিরের সাবেক জনশক্তি, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য কখনোই সাবেক নই। সবসময়ই আমরা আন্দোলনের জন্য প্রস্তুত এবং বর্তমান।”

তিনি বলেন, “দেশ ও ইসলামের স্বার্থে যখনই আন্দোলনের ডাক এসেছে, তখন ছাত্রশিবির তা সফল করেছে। আজ দেশে যে নেতৃত্ব সংকট চলছে, তা পূরণে শিবিরের বিকল্প নেই। আগামীতে আর কোনো স্বৈরশাসক যেন দেশের ক্ষমতায় আসতে না পারে, সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিক স্বীকার করেছেন, আওয়ামী লীগ হিন্দুদের ৭৮% জায়গা দখল করেছে। অথচ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমরাই সবচেয়ে নিরাপদে থাকবে। অপরাজনীতির কারণে গত ১০ মাসে দেড় শতাধিক নাগরিক হত্যার শিকার হয়েছেন। এ অবস্থায় জামায়াতই দেশের মুক্তির সংগঠন।”

দেশে কোন স্বৈরাচআর ক্ষমতায় আসবে না

তিনি শুক্রবার (২৭ জুন) হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা উত্তর ও মধ্যম অঞ্চল আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারী মোরশেদুল ইসলাম চৌধুরী, আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও জামায়াতের শুরা সদস্য অধ্যক্ষ মোঃ নুরনবী, হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ও চট্টগ্রাম-৫ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com