সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

দহগ্রাম সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়া নির্মাণ ভারতীয়দের, বিজিবির বাঁধায় কাজ বন্ধ

দহগ্রাম সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়া নির্মাণ ভারতীয়দের, বিজিবির বাঁধায় কাজ বন্ধ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে। এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে।

শনিবার (১ মার্চ) সকালে বিজিবি এ ঘটনায় বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়।

বিকেলে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

বিজিবি ও সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলের খুব কাছে গিয়ে অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। বিজিবির অবস্থান জোড়দার হলে কাজ বন্ধ করে বিএসএফ। তবে নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে আজ বিকেল সাড়ে চারটার দিকে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিংয় নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, কিছু না জানিয়ে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন সাংবাদিকদের জানিয়েছেন, বিএসএফ আমাদের জানিয়েছে যে তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরণের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com