বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবি কর্তৃক প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অর্থায়নে এবং একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঝারগাঁওয়ে অবস্থিত একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ৪ শ ৫০ জন প্রতিবন্ধী শিশুকে কম্বল বিতরণ করা হয়।
একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুর্নবাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩০ বিজিবির নবাগত পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কলিম।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ হোসেন তার বক্তব্যে সমাজের প্রতিবন্ধী শিশুদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তিনি একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিবন্ধী শিশুদের জন্য ভালো কিছু করার আশ্বাস দেন। তিনি এসব শিশুদের সুন্দর ভবিষ্যত গড়তে সমাজের সচেতন নাগরিকদের আহবান জানান।