সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ঢাকার নাখালপাড়ায় র্যাবের অভিযানে নিহত জঙ্গি নাফিস উল ইসলামের লাশ নিতে চায় না তার পরিবার। দাফনের জন্য নাফিসের লাশ চট্টগ্রামে পাঠানো হলে তার বাবা নজরুল ইসলাম তা গ্রহণ করেননি।
নজরুল ইসলাম বলেন, ‘ছেলে জঙ্গি হয়ে গেছে। জঙ্গি হওয়ার আগ পর্যন্ত সে আমার ছেলে ছিল। একজন জঙ্গির লাশ আমি কেন গ্রহণ করবো?’
তিনি আরও বলেন, ‘আমি লাশ গ্রহণ না করার মাধ্যমে জঙ্গিদের এই বার্তা দিতে চাই যে, তারা কেন ওই পথে যাচ্ছে, যেখানে মারা যাওয়ার পর তাদের লাশ পরিবার পর্যন্ত গ্রহণ করে না।’
নজরুল ইসলাম বলেন, ‘আমার সন্তানকে যারা বিপথে নিয়ে গেছে সরকার যেন তাদের বিচার নিশ্চিত করে। তাদের জন্য আমার মতো কেউ যেন সন্তান না হারায়। কোনও মা-বাবাকে যেন তার ছেলের জন্য লজ্জিত হতে না হয়।’
গত ১২ জানুয়ারি রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। এদের মধ্যে মেজবাহ নামে একজনের পরিচয় আগেই পাওয়া গেছে। অপর দুজনের পরিচয় জানতে ১৮ জানুয়ারি তাদের ছবি প্রকাশ করে র্যাব। এরপর ১৯ জানুয়ারি নজরুল ইসলাম ঢাকায় এসে নাফিসের লাশ শনাক্ত করেন।
এর আগে গত বছরের ৬ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাফিস। সে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ৭ অক্টোবর তার বাবা চকবাজার থানায় একটি ডায়েরি করেছিলেন। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় নাফিস ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।
নাফিসের বাবার দায়ের করা জিডির সূত্র ধরে তাকে খুঁজতে গিয়ে পুলিশ ১ জানুয়ারি নগরীর মাদারবাড়ি এলাকার জঙ্গি আস্তানার সন্ধান পায়। ওই আস্তানা থেকে নব্য জেএমবির সুইসাইডাল স্কোয়াডের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। নব্য জেএমবি’র এ তিন সদস্য নগরীর সদরঘাট থানায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল।