শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: পুলিশ ভ্যানে আক্রমণের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় গ্রেফতার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এ মামলাগুলোর সাথে সম্পৃক্ততার কারণে তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেল ৩টা ৩৮ মিনিটে তাকে আদালতে আনা হয়। কিছু সময়ের মধ্যেই তাকে ২৮নং কোর্ট-এর আহসান হাবীবের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে বিএনপির এই নেতাকে গ্রেফতার করা হয়।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুই নেতাকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় দলটির ৬৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।