বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ অতীত ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এবারো বর্ণাঢ্য আয়োজনে ফুটবল গোল্ডকাপ চুড়ান্ত খেলার আয়োজন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুজাপুর নবারুণ সংঘ ক্লাব।
শনিবার বিকেল তিনটায় সুজাপুর মাঠে এ চুড়ান্ত খেলার আয়োজন করা হয়। খেলায় মহব্বতপুর নওজোয়ান ক্লাব বনাম নতুন বান্দুরা অরুনাচল সংঘ অংশ নেয়। বিকেল ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের সভাপতি মামুন মিয়ার সভাপতিতে¦ প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, উদ্বোধন করেন ব্যারিষ্টার হেদায়তে হোসেন। প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক বলেছেন , গ্রামের অপরাধ কমাতে মাঠে খেলাধুলার বিকল্প নেই। তাই সকলে বিকেলে মাঠে চলুন।
খেলায় দুপুর হতেই ফুটবল প্রেমীরা মাঠের পাশে ভীড় জমাতে থাকে। গ্রীষ্মের শেষদিনে খরতাপ ও গরমকে উপক্ষো করেই নানা বয়সী মানুষ এ মাঠে গোল্ডকাপ ফুটবল খেলা দেখতে আসে। মুর্হুতেই মাঠের চারপাশ জনসমাগমে ভরে উঠে।
খেলার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, যেদিন থেকে গ্রামগঞ্জের মানুষের মাঝে ফুটবলের কদর কমেছে। ঠিক তখন থেকেই সমাজের অপরাধ প্রবণতা বেড়েছে। আগের দিনে তরুণ ও যুবকরা বিকেল হলেই মাঠে এসে নানা খেলাধুলায় সময় কাটাতো। আর সেই সময়ে বর্তমান প্রজম্ম মাদক সন্ত্রাসসহ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। খেলাধুলাই পারে একটি প্রজম্মকে সঠিক পথে পরিচালিত করতে। তাই তিনি দোহার ও নবাবগঞ্জের প্রতিটি গ্রামের মাঠে খেলাধুলার চর্চ্চা করার জন্য তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান, সমাজসেবক হাবিবুর রহমান, শাহিনুর আলম, রইস উদ্দিন খোকন প্রমুখ। খেলায় বান্দুরা অরুনাচল সংঘ ২-১ গোলে মহব্বতপুরকে পরাজিত করে।
খেলার শেষে বিজয়ী দল নতুন বান্দুরা অরুনাচল সংঘকে চ্যাম্পিয়ন ট্রফি ও মহব্বতপুর নওজোয়ান ক্লাবকে রানার আপ পুরস্কার তুলে দেয় অতিথিরা।