শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আটক করেছে পুলিশ।৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে ১২ টি বোমা উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, নাজমা খাতুনের বাড়ীতে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ীতে তল্লাসী করে ১২টি বোমাসহ উদ্ধার করা হয়। অভিযানের সময় নাজমা খাতুন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ।