শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃঃ
কেরানীগঞ্জের হাসনাবাদে ঐতিহ্যবাহী সুফি সাধক দয়াল বাবা হযরত কামুচাঁন শাহ (লট্টু) চিশতি (রঃ) এর ৫ দিনব্যাপি ৮৩ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী থেকে শুরু করে ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই ওরশ মোবারক। মাজার কমিটির পরিচালনায় ২৯ জানুয়ালী রওজা গোসল, ৩০ জানুয়ারী (মঙ্গলবার) খতমে কোরআন ও মিলাদ মাহফিল, ৩১ জানুয়ারী (বুধবার) লালন সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী গোষ্ঠী, ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাউল সঙ্গীত পরিবেশন করবে খ্যাতিমান বাউল শিল্পী শাহ আলম সরকার ও সেফালী সরকার, ৪ ফেব্রুয়ারী (রবিবার) বাউল সঙ্গীত পরিবেশন করবে বাউল শিল্পী লতিফ সরকার ও আরিফ দেওয়ান। হাসনাবাদে গত ৮৩ বছর ধরে হযরত কামুচাঁন শাহ (লট্টু) চিশতি (রঃ) এর মাজার শরীফে দুরদুরান্ত থেকে আসা ভক্তকুলের সমাগমে এই ওরশ মোবারক পালিত হয়ে থাকে। তাছাড়া স্থানীয় এলাকাবাসী অত্যান্ত আনন্দের সাথে ৭ দিনব্যাপি এই ওরশ মোবারক সম্পন্ন করে থাকেন। ভক্ত আশেকানেরা মনের বাসনা পুরনের জন্য আসলেও ছোটরা আসেন বিনোদন ও বিভিন্ন সামগ্রী কেনার জন্য।
উক্ত ওরশ মোবারকে সবাইকে আসার জন্য আমন্ত্রন জানিয়েছে মাজার কমিটি।