শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
জাতীয় পর্যায়ে ‘জাতীয় সংগীত ’ প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার -শুভাঢ্যা জোনের প্রাথমিক পর্যায়ে ১০টি বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । ৩১ মজানুয়ারী বুধবার সকাল ১০.৩০ টায় হাসনাবাদ গার্লস হাই স্কুল মাঠে এ প্রতিযোগিতা শুরু হয় । সংস্থাপন মন্ত্রনালয়ের (সাবেক সচিব) মোঃ শামীম আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক- শিক্ষানুরাগী মোঃ সামিউল ইসলাম (সামু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজ্বী মোঃ জসিম সিকদার ,হাসনাবাদ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাদিম রহমান , আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগগ্রহনকারী সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা ,ছাত্র /ছাত্রী ,অভিবাবক ও এলাকার গন্যমান্যবর্গ। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান গুলো হল-আল-হেরা ইসলামিয়া হাই স্কুল ,ইকুরিয়া মডেল হাই স্কুল, হাসনাবাদ গার্লস হাই স্কুল , ডিজিটাল ল্যাব.স্কুল অ্যান্ড কলেজ, হাসনাবাদ কামুচানঁ শাহ্ আদর্শ কিন্ডার গার্টেন ,বসুন্ধরা আইডিয়াল স্কুল ,বর্নমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ , মোকামপাড়া আইডিয়াল স্কুল এইচ আর মডেল হাই স্কুল ,টেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ । প্রতিটি স্কুলের ১০ জন প্রতিযোগির ১টি দল জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়। পরে সংগীত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় স্থান অধিকার স্কুলের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। প্রথম স্থান অধিকার করেন ডিজিটাল ল্যাব.স্কুল অ্যান্ড কলেজ ,দ্বিতীয় হয়েছেন হাসনাবাদ গার্লস হাই স্কুল ,তৃতীয় আল-হেরা স ইসলামিয়া হাই স্কুল