মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ওয়ালটন ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

কুষ্টিয়ায় ওয়ালটন ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

কুষ্টিয়া প্রতনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ালটন ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ওয়ালটনের আয়োজনে দিনব্যাপি এ টূর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর রিজিওনাল সেল্স ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ সাফিম ইলেক্ট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী শামিম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল প্রমুখ।

দিনব্যাপি এ টূর্ণামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট চারটি দল অংশগ্রহন করেন। এর মধ্যে রয়েছে- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফুটবল একাদশ, কামালপুর ফুটবল একাডেমী, দফাদারপাড়া ফুটবল একাদশ ও রানা একাডেমি ফুটবল একাদশ।

প্রথম পর্যায়ে হোসেনাবাদ ফুটবল একাদশ বনাম কামালপুর ফুটবল একাদশের মধ্যে খেলা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২-১ গোলে এগিয়ে রয়েছে হোসেনাবাদ ফুটবল একাদশ। ফুটবল টূর্ণামেন্ট ঘিরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল বয়সের নারী পুরুষসহ প্রায় তিন শতাধিক ফুটবলপ্রেমিরা খেলা উপভোগ করছেন এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

খেলাটি পরিচালনা করছেন ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com