বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, মাহিরাকে আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে কিভাবে ওই পরীক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষা দিতে বের হয়েছিলেন মাহিরা। দুপুর ১টার মধ্যে পরীক্ষার সময় শেষ হওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় তার খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করে জানতে পারে, মাহিরা সেদিন কেন্দ্রেই উপস্থিত ছিলেন না।
ওই দিন সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।