মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আরডিআরএস বাংলাদেশ’র সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) এর বাস্তবায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

জানা গেছে, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) এর অফিস চত্বরে দরিদ্র বিমোচনে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন শেষে ১৯ জন হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসের মাঠ কর্মকর্তা আতাউর রহমান, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মন্ডল রাজা, তবকপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সুশান্ত মন্ডল, ৬নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজু, আরডিআরএস বাংলাদেশে প্রতিনিধি বুলেট মহন্ত, সংস্থার সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজা মিয়া সরকার, উপকারভোগী নাসরিন বেগম, সাংবাদিক নুরবক্ত মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তবকপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক কলি রানী।

এ সময় উপকারভোগী নাসরিন বেগম বলেন, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) আমাদেরকে ৩ মাস হাতে কলমে প্রশিক্ষন দিয়ে আজ বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছেন। এতে আমাদের সংসারের স্বচ্ছলতা ফিরে আসবে। ভবিষ্যতেও আমাদের মত হতদরিদ্র মহিলাদের পাশে ফেডারেশন দাঁড়াবেন বলে আমরা আশা প্রকাশ করছি।

উল্লেখ্য, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যবধি বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এরমধ্যে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস-মুরগি, গরু-ছাগল বিতরন ও গৃহহীন মানুষদের বাসস্থান নির্মান করে দেয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com