বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ইতিহাস গড়লেন দীপিকা

ইতিহাস গড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম-২০২৬’ নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জন্য ঘোষিত ‘মোশন পিকচার’ বিভাগের নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা। হলিউড চেম্বার অব কমার্স এ ঘোষণা দিয়েছে।

এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

দীপিকা ছাড়াও এ তালিকায় রয়েছেন- এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি ও মাইলি সাইরাসের মতো বিশ্ব তারকারা। অভিনয়ে নিজের সুনাম ও আন্তর্জাতিক পরিসরে প্রভাবের জন্য প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পেলেন দীপিকা।

২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউড সিনেমায় যাত্রা শুরু করেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি তালিকায় ছিলেন দীপিকা। পেয়েছেন টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও। কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচনের ঐতিহাসিক মুহূর্তেও ছিলেন দীপিকা। ২০২৩ সালে অস্কার পুরস্কার অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক ছিলেন দীপিকা।

গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হন দীপিকা। খুব শিগগির মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরবেন। শাহরুখ খানের ‘কিং’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার ছন্দে ফিরবেন দীপিকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com