বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

গণসচেতনতায় সামাজিক সংগঠনের মাধ্যমে মাদককে নিমূল করা সম্ভব-আঃ রহিম শাহ্ চৌধুর

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : গণসচেতনতায় সামাজিক সংগঠনের মাধ্যমে মাদককে নিমূল করা সম্ভব, পতœীতলার কোন স্থানেই মাদক স্থান পাবে না যদি এই সামাজিক সংগঠন গুলো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পতœীতলা উপজেলা সহ দেশ ব্যাপী এর কুফল সর্ম্পকে জনগণকে অবহিত করে তাহলে, নওগাঁর পতœীতলা উপজেলার মধইল বাজারে মাদক বিরোধী র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথা গুলো বলেন বিশেষ পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী (কেপিআই)স্পেশাল ব্রাঞ্চ ঢাকা।
সামাজিক সংগঠন প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর আযোজনে শনিবার বেলা ১১ ঘটিকার সময় সংগঠনেরর চেযারম্যান মানবাধিকার কর্মী আবু হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ন সম্পাদক আলমগীর কবির,পতœীতলা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি)পরিমল কুমার চক্রবর্তী,মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,প্রগতি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সচিব জিয়াউল হক,শহিদুল ইসলাম রুপক,সুলতান মাহমুদ,জাকির হোসেন,শরিফুল ইসলাম প্রমুখ।মাদকবিরোধী র‌্যালীটি পতœীতলা উপজেলার মধইল বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে এসময় সংগটনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com