শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

৭১ এর মতো জ্বালাও পোড়াও খেলায় মেতে উঠেছে একটি দল -বিএনপির প্রার্থী আশফাক

৭১ এর মতো জ্বালাও পোড়াও খেলায় মেতে উঠেছে একটি দল -বিএনপির প্রার্থী আশফাক

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম আলো, ডেইলি স্টার ছায়ানট ও উদীচির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ করে একটি দল ও তাঁদের দোসররা ১৯৭১ সালের মতো জ্বালাও পোড়াও খেলায় মেতে উঠেছে। যারা কখনোই এদেশকে চায়নি। জনগণের সাথে প্রতারণা করে ভোট নিয়ে তারাই এবার ক্ষমতায় যেতে চায়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নের আন্দারকোঠায় এক নির্বাচনী প্রচারণা সভায় বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

গালিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান তপন মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) জেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী আশফাক বলেন, গুপ্ত রাজনীতির একটি দল মা বোনদের ভোট নিয়ে সংসদে যেতে চায়। তারা সারাদেশে একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তারা কিভাবে নারীর উন্নয়ন করবে। নারী অধিকার বাস্তাবায়ন করবে। তাঁদের মোনাফেকি আচরণ জনগণের কাছে ইতিমধ্যেই পরিস্কার হয়ে গেছে। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা ও আগুন দিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির সেই দিনের কথা মনে করে দিতে চায়। তাই এদের থেকে সবাই সাবধান থাকবেন।

৭১ এর মতো জ্বালাও পোড়াও খেলায় মেতে উঠেছে একটি দল -বিএনপির প্রার্থী আশফাক

খন্দকার আশফাক বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নতরান্বিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। নারী ও শিক্ষিত যুবকদের জন্য গড়ে তোলা হবে নতুন কর্মসংস্থান। এসময় তিনি ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারেনি। সেই নতুন ভোটাররা হবে ধানের শীষের চমক। আগামরী রাজনীতিতে তরুন প্রজম্মকে পথ দেখাতে তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতাকে অক্ষন্ন রাখতে আমাদের কাজ করতে হবে।

তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিরাপদ বসবাসে বিএনপি সারাজীবন পাশে থেকে কাজ করবে। কোনো উগ্রপন্থী গোষ্ঠি যাতে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। বিএনপির এ প্রার্থী আরো বলেন, যারা ভোট নিতে বেহেশত দেখায়। তারা ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করছে। এ সকল ছদ্মবেশীদের থেকে দূরে থাকতে হবে। সভায় উপস্থিত প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট আদায়ে কাজ করার অনুরোধ জানান।

৭১ এর মতো জ্বালাও পোড়াও খেলায় মেতে উঠেছে একটি দল -বিএনপির প্রার্থী আশফাক

সাবেক ছাত্র নেতা তুষারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন খান, সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, যুবদলের নেতা আকরাম খান, ইমরান হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com