শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

৪১ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প!

৪১ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ট্রাম্প প্রশাসন ৪১ দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাতে এমনটাই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি জানায়, ওই মেমোতে ৪১টি দেশের নাম ছিল। তিনটি গ্রুপে ভাগ করা হয় নামগুলো। প্রথম গ্রুপে ছিল ১০টি দেশ। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। তাদের নাগরিকদের ভিসা সুবিধা পুরোপুরি বাতিল করা হবে।

দ্বিতীয় গ্রুপে রয়েছে আরও পাঁচটি দেষ। তাদের ভিসার ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি থাকবে। দেশগুলো হলো- এরিত্রিয়া, হাইতি, লাওস ও দক্ষিণ সুদান।

শেষ গ্রুপে রয়েছে মোট ২৬টি দেশের নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- পাকিস্তান, ভুটান ও মিয়ানমার। এই গ্রুপের দেশগুলো নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলোর চেয়ে কিছুটা শিথিলতা পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই তালিকায় পরিবর্তন আসতে পারে। আর এখনো এটি ট্রাম্প প্রশাসনের অনুমোদন পায়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখনো এর অনুমোদন দেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com