শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

৩০ বছর পর ফুটবল নিয়ে মাঠে ওয়াছেক সমিতি পাঠাগার!

৩০ বছর পর ফুটবল নিয়ে মাঠে ওয়াছেক সমিতি পাঠাগার!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নিকটে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাশিমপুর ওয়াছেক সমিতি ও পাঠাগারের উদ্যোগে প্রায় ৩০বছর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

শুক্রবার বিকেলে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়ার স্মৃতি স্মরণে এ খেলার আয়োজন করে ক্লাবটি। এতে মাঠের চারপাশ জুড়েই ছিলো উৎসবের আমেজ।

নিখিল ভারতের মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি নবাবগঞ্জের বাহ্রা এলাকার আব্দুল ওয়াছেক মিয়ার নামে ১৯৬৬ সালে নবাবগঞ্জ সদরে এ পাঠাগার গড়ে তুলেন প্রবীন কমিউনিষ্ট নেতা খন্দকার আলী আব্বাসসহ অন্যরা। তখন থেকেই খেলাধুলা, নাটক, সঙ্গীতচর্চ্চা, নৌকাবাইচসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করে তোলা হয়। দীর্ঘ প্রায় ৩০ বছরে এ পাঠাগারের সব রকমের কার্যক্রম বন্ধ থাকে।

সম্প্রতি পাঠাগার সচল করতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, তরুণ ও যুবসমাজ নতুন কমিটি করে। পাঠাগারকে জাগ্রত রাখতে ফুটবল খেলার আয়োজন করে। তাঁরা মাদক সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধে কাজ করতে চান।

৩০ বছর পর ফুটবল নিয়ে মাঠে ওয়াছেক সমিতি পাঠাগার!

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকসিংহড়া স্পোর্টি ক্লাব বনাম গালিমপুর রোমান স্পোটিং ক্লাব অংশ নেয়। আব্দুল ওয়াছেক পাঠাগারের নামে খেলার আয়োজনে দর্শকদের

মাঝে এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যায়। কারণ অতীতে এ ক্লাবটি দোহার নবাবগঞ্জের মানুষের কাছে বেশ পরিচিতও প্রসিদ্ধ একটি নাম বলে মনে করে এলাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। সভাপতিত্ব করেন পাঠাগারের আহবায়ক মহসিন আহমেদ(তুষার)।

পাঠাগারের সদস্য সচিব সোহেল মাহমুদ বলেন, সমাজের তরুন প্রজম্মকে মাদক ও অপরাধ প্রবনতা থেকে সরিয়ে আনতে নতুন উদ্যোগে কাশিমপুর ওয়াছেক সমিতি ও পাঠাগারকে সচল করার চেষ্টা করছি। শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল খেলা তাঁরই অংশ। তবে খেলায় দর্শকের উপস্থিতিতে আমরা আনন্দিত। এভাবেই গুনীজনদের আমরা স্মরণে রাখতে চাই। খেলার শেষার্ধে ৩-২ গোলে গালিমপুর রোমান স্পোর্টিং ক্লাব জয়ী হয়।

৩০ বছর পর ফুটবল নিয়ে মাঠে ওয়াছেক সমিতি পাঠাগার!

এসময় উপস্থিত ছিলেন ফারুক মশিউর, মহসীন রহমান (আকবর), সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, রিপন হোসেন, জাহাঙ্গীর আলম জুয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com