বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ হয়। এসময় সৈনিক লীগের আহ্বায়ক সৈয়দ আল ইমরান, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, থানা যুগ্ম আহ্বায়ক রুবেল আহম্মেদ, পৌর আহ্বায়ক আব্দুল মান্নান রানা, যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান, আব্দুর রহিম, টোকন লস্কর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা জড়িতদের ফাঁসির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com