রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

হামাস জীবিত সব ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে 

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: গাজায় আটক থাকা ইসরায়েলি সকল জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্রধম ধাপে সাতজন এবং পরে শেষ ১৩ জনকেও রেডক্রসের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।

হামাস জানিয়েছে, তারা গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন- গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।

জিম্মিদের বিনিময়ে ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দী এবং ১ হাজার ৭০০ জনেরও বেশি বন্দীকে মুক্তি দেবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। তিনি এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করেন।

আল জাজিরা সূত্রে খবর, ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির ওপর একটি শীর্ষ সম্মেলনে যোগদিতে মিসরে যাবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস গাজায় যে নতুন করে অস্ত্রসজ্জিত’ হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র জানে। তিনি দাবি করেন, গোষ্ঠীটিকে ‘সাময়িক সময়ের জন্য’ সশস্ত্র রাখার অনুমোদন দেওয়া হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, হামাস ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হচ্ছে এবং নিজেদের ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করছে। জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাসের যুদ্ধের পর গোষ্ঠীটি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com