বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইসরায়েলের হামলার মধ্যেও কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখার কথা জানিয়েছে ইরান। তবে হামলা অব্যাহত থাকলে সমান পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি স্পষ্ট করে বলেছেন, যদি হামলা অব্যাহত থাকে, তাহলে ইরান ‘সমানুপাতিক জবাব’ দেবে।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাজেরানি বলেন, আমরা বিশ্বাস করি, অপর পক্ষের কথা শোনা জরুরি। এ কারণেই আমাদের কূটনীতিকরা এখন জেনেভায় অবস্থান করছেন, যাতে আলোচনার সুযোগ থাকে। তবে তিনি এটিও বলেন যে, আলোচনা শুরু হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আক্রমণ স্বীকার করতে হবে।
তার ভাষায়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিশ্বকে স্বীকার করতে হবে যে এক সত্যিকারের আগ্রাসী শাসন ইরানের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় নিশানা করা হয়েছে আমাদের সামরিক কমান্ডার, শিশু, নারী, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের।
তিনি পশ্চিমা শক্তিগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আরো উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সতর্ক করেন, যাতে তারা ইরানি জনগণের সঙ্গে ‘হুমকির ভাষায়’ কথা না বলে।
তিনি বলেন, যদি তারা (পশ্চিমা শক্তি) কোনো ভুল করে, তবে আমরা নিঃসন্দেহে আত্মরক্ষা করব এবং যা কিছু আমাদের ন্যায্য অধিকার, তা আদায় করব।