বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

হাবিবুল আউয়াল মগবাজার থেকে গ্রেপ্তার

হাবিবুল আউয়াল মগবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর মগবাজার থেকে বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুর ২টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম (দক্ষিণ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা দুপুরে মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছি। এখন তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

এদিকে হাবিবুল আউয়ালসহ সাবেক তিন সিইসিসহ ২৪ জনকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করেছে বিএনপি। এতে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, আলমগীর হোসেন, আনিছুর রহমানসহ তৎকালীন নির্বাচন সচিবেরও নাম রয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বছরের ৫ সেপ্টেম্বর সিইসি পদ থেকে পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল। এর আগে তিনি বিতর্কিত আরেক সিইসি নুরুল হুদার কাছ থেকে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হাবিবুল আউয়ালের আমলে বিতর্কিত ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে গলায় জুতার মালা পরায়। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে নিজ হেফাজতে নেয়।

সেসময় পুলিশ জানায়, সন্ধ্যার পর উত্তরায় নুরুল হুদার ৫ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় গিয়ে কিছু লোক ‘মব’ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ডিবি পুলিশ নুরুল হুদাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়। বর্তমানে নুরুল ‍হুদা চারদিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com