বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

হলিউড কিংবদন্তি কার্ডিনালে মারা গেছেন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: ইতালিয়ান সিনেমার উজ্জ্বল তারকা ক্লাউডিয়া কার্ডিনালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। স্থানীয় সময় মঙ্গলবার প্যারিসের বাইরে ফ্রান্সের নেমোর্সে তিনি মারা যান।

বিবিসি, রয়টার্স সূত্রে জানা গেছে, আফ্রিকান দেশ তিউনিসিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী ইউরোপীয় এবং হলিউড সিনেমায় দীর্ঘ ও বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ার গড়েছিলেন।

কার্ডিনালের এজেন্ট লরেন্ট স্যাভরি এএফপিকে বলেন, ফ্রান্সের নেমোর্সে সন্তানদের সামনেই তিনি মারা যান।

কার্ডিনালের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৫৭ সালে তিউনিসের একটি সৌন্দর্য প্রতিযোগিতা জয় করার পর। বিজয়ীর পুরস্কার হিসেবে তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যাত্রা করেন। ১৯৬৩ সালে ফেডেরিকো ফেলিনী পরিচালিত ‘আট ও অর্ধ’ এবং বার্ট ল্যানকাস্টারের সঙ্গে ‘দ্য লিওপার্ড’ সিনেমাতে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

হলিউডেও তার পথ ছিল দারুণ ও মসৃণ। তিনি ব্লেক এডওয়ার্ডসের ‘দ্য পিঙ্ক প্যান্থার’ এবং সার্জিও লিওনের ‘ওয়ান্স অ্যাপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’ সিনেমাতে অভিনয় করেন।

১৯৭০-এর দশকে ব্যক্তিগত জীবনের পরিবর্তনের কারণে তার ক্যারিয়ার কিছুটা বাধার মুখে পড়ে। তবে ফ্রাঙ্কো জেফারেল্লি তাকে টেলিভিশনের ‘জিসাস অফ নাজারেথ’ (১৯৭৭) সিরিজে সুযোগ দেন এবং এরপর তিনি ইউরোপীয় সিনেমার বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ চালিয়ে যান।

কার্ডিনালে ছিলেন স্বাধীনচেতা ও সাহসী; এমনকি একবার তিনি পোপ পল ষষ্ঠের সঙ্গে সাক্ষাতের সময় মিনি-স্কার্ট পরে হাজির হয়েছিলেন।

তিনি আজীবন অভিনয়ের জন্য বহু সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে ২০০২ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অচিভমেন্ট অ্যাওয়ার্ড।

তার কথায়, আমি ১৫০-এর বেশি জীবনই বেঁচে দেখেছি-প্রোস্টিটিউট, সন্ত, রোমান্টিক, প্রতিটি ধরনের নারী এবং নিজের জীবনকে রূপান্তর করার সুযোগ পাওয়া চমৎকার।

ক্লাউডিয়া কার্ডিনালের মৃত্যুতে চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com