শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক প্রধান অনজের আলী (৪৩) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক অনজের আলী পার্বতীপুর গ্রামের মৃত সাবদার আলীর ছেলে।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে পাবর্তীপুর গ্রামে অভিযান চালিয়ে অনজের আলীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসতঘর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। আটককৃত অনজের আলীর নামে হরিণাকুন্ডু থানায় হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।