রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

স্মার্টফোন কিনে না দেওয়ায় ৮ বছরের শিশুর আত্মহত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গেম খেলার জন্য স্মার্টফোন কিনে না দেওয়ায় জয় (৮) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ⁠জয় কিশোরগঞ্জের তাড়াইল উপ‌জেলার দ‌ড়িজাহাঙ্গীরপুর গ্রা‌মের কামরুল ইসলা‌মের ছোট ছে‌লে। সে স্থানীয় ব্রাক স্কু‌লের শিশু শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার (৮ জুলাই) তাড়াইল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আ‌বেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বাবা ঢাকায় ছোট একটি ব্যবসা করেন। ব্যবসার টাকা দিয়ে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনো রকমে ৫ জনের সংসার চালান। করোনায় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আরও কষ্টে চলতে হচ্ছে তাদের। স্কুল বন্ধ থাকায় পাড়ার ছেলেদের সঙ্গে স্মার্টফোনে পাব‌জি ও ফ্রি ফায়ারসহ অন্যান্য অনলাইন গেমের নেশায় পেয়ে বসে জয়ের। তাই বৃহস্পতিবার বেলা ১১টার দি‌কে গেমস খেলার জন্য স্মার্টফোন কিনে দিতে মায়ের কাছে বায়না ধরে জয়। কিন্তু মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানান তার মা।

এ সময় জয় মোবাইল কেনার জন্য বেশি চাপ দিলে বকাঝকা করেন তার মা। কিছুক্ষণ পর জয়ের মা পাশের এক আ‌ত্মীয়ের বা‌ড়ি‌ যান। এ সময় জয় নিজের ফাঁকা ঘ‌রে গি‌য়ে সিলিং ফ্যা‌নের সঙ্গে দ‌ড়ি লা‌গি‌য়ে গলায় ফাঁস‌ দেয়। তার মা বা‌ড়ি ফি‌রে ঘ‌রের দরজা বন্ধ থাকায় জানালা দি‌য়ে দেখেন জয় ফাঁসিতে ঝুলছে। তখন মায়ের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আ‌বেদীন জানান, ঘটনা দুপুর ১২টার দিকে ঘট‌লেও আমরা বিকেল ৩টার দি‌কে খবর পাই। পরে পু‌লিশের একটি টিম ঘটনাস্থলে উ‌পস্থিত হয়।

‌তি‌নি আ‌রও জানান, এ ঘটনায় কো‌নো মামলা না হওয়ায় এবং প‌রিবা‌রের আ‌বেদ‌নের প্রে‌ক্ষি‌তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুম‌তি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com