রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

স্বামী ও মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করতে লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

স্বামী ও মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করতে লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯ টার দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শাশুড়ি বেগম খালেদা জিয়ার দোয়া নিয়ে গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১১টায় ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর কথা রয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার তার যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছিলেন ডা. জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও শেখ হাসিনার সরকারের কোপানলে পড়ে দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com