মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি জামায়াত ইসলামীকে উদ্দেশ্যে করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক বলেন, এরা আবারো ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নিতে অপচেষ্টা করছে। তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার দোহারের নারিশা গোদাবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা মহিলাদলের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক বলেন, জামায়াত ইসলামী দেশকে তালেবান বানানোর চেষ্টা করছে। জামায়াত ক্ষমতায় এলে দেশের মা বোনেরা ধর্ষিত হবে। তাঁরা ক্ষমতায় এলে দেশকে ধর্ষণের রাষ্ট্রে পরিণত করবে। নারীর স্বাধীনতা কেড়ে নিবে। তাই সবাইকে সাবধান থেকে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। কোনো ভাবেই যাতে পরাজিতশক্তি ক্ষমতায় আসতে না পারে।

বিএনপির এ প্রার্থী বলেন, জামায়াতকে ভোট দিলে নাকি বেহেশতের টিকেট পাওয়া যায়। নাউযুবিল্লাহ—। ধর্মের নামে যারা রাজনীতি করে অপব্যাখ্যা দেয় তাঁদের থেকে দূরে থাকতে হবে। জামায়াত কখনো এদেশের নারীদের সম্মান দেয়নি। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা আপনারা ভূলে যাবেন না। সে সময়ে তাঁরা কত মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে সেটা সবাই জানেন।
খন্দকার আশফাক বলেন, ১৭ বছরে স্বৈারচরী করে হাসিনা বিদায় হয়েছে পালিয়ে। আর বর্তমান একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। তাঁদেরকেও জনগণ সেই শিক্ষা দিবে। এসময় তিনি আরো বলেন, দোহার নবাবগঞ্জ ব্যবসায়ী ও প্রবাসী অর্থে উন্নত হলেও উন্নয়নে ব্যাপক পিছিয়ে আছে। গ্যাস বিদ্যুতবিহীন মানুষ জীবন চালাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে তিনি গ্যাস ও বিদ্যুত সংকট দূর করে রাজধানীর সাথে উন্নয়নের সোপান তৈরীতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, দোহার নবাবগঞ্জে প্রায় ৩০টি খাল বন্ধ হয়ে নাব্যতা সংকটে পড়েছে নদীগুলো । আগামীতে সব খাল উম্মুক্ত করে নদী সচল ও মালামাল পরিবহনের ব্যবস্থা করা হবে।
দলীয় নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা অবৈধ অর্থ উর্পাজনের রাস্তা খুঁজছেন তারা আগেই চলে যান। শান্ত দোহার নবাবগঞ্জকে অস্থির করে তুলবেন না। কোনো বালু লুট ও দখলবাজি এ এলাকায় চলবে না। তিনি সবাইকে এসকল চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আবুল হাসনাত, বিএনপি নেতা দেলোয়ার শিকদার, নারীনেত্রী শম্পা আক্তার, মিনু আক্তার, রুবিনা সুলতানা প্রমুখ।