সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উলিপুরে বিক্ষোভ মিছিল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উলিপুরে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল(অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে যুবদল ও ছাত্রদলের আয়োজনে উলিপুর বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। এ সময় আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার বিচারের দাবি জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com