সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা | ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি’র।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কোরদোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, দেশ একটি গভীর বেদনার রাত পার করছে।

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানিয়েছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি ‘অত্যন্ত অদ্ভুত’, তবে কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি দুস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেন। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান।

আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের উদ্ধার করতে গিয়ে অনেক ক্ষেত্রে মৃতদের মরদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তোলে।

রেলওয়ে কর্মকর্তা আতিফ জানান, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত রুটে অন্তত মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com