বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মিরন খন্দকার ॥
ঢাকা: ঢাকা জেলার মে ও জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা। পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা, সেবামূলক কর্মকাণ্ড এবং বিশেষ করে অপরাধ দমনে তাঁর কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এই বিশেষ সম্মাননা অর্জন করেন।

প্রশংসিত আইনশৃঙ্খলা পরিস্থিতি
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাভার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুয়েল মিঞার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন, তা সাভারবাসীর মধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছে।

জনসাধারণের সন্তুষ্টি
শুধু পুলিশ প্রশাসনই নয়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও তাঁর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁর পদক্ষেপের ফলে বাজার এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এখন আগের তুলনায় আরও নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছে।
শ্রমজীবী সাধারণ মানুষ স্বস্তির সাথে বলেছেন, থানায় এসে তারা এখন সহজেই সেবা পাচ্ছেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে না।

স্থানীয়দের মতে, ওসি জুয়েল মিঞা থানাকে জনবান্ধব করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে থানায় এসে আইনি সেবা নিতে পারে, সেই পরিবেশ তিনি নিশ্চিত করেছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণে বেড়েছে।

ওসি জুয়েল মিঞার প্রতিক্রিয়া
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি পুরো সাভার মডেল থানার টিমের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

জেলা পুলিশের পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়েছে যে, ওসি জুয়েল মিঞা আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে কাজ করে সাভারকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com