রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: সাভার এসিআই মটরস লিমিটেডের গুদামে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৮ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডাকাত দলের সর্দার আবুল কালাম ওরফে লাল মিয়া (৫৫), রবিন মিয়া (৩০), নজরুল ইসলাম (৫০) ও মনিরুল ইসলাম (৪৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ দুটি ট্রাকযোগে সাভারের এসিআই মটরস লিমিটেডের গুদামে প্রবেশ করে। এ সময় তারা গুদামের প্রধান ফটকের তালা ও দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিরাপত্তা কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে নিরাপত্তাকর্মীদের হাত-পা ও মুখ বেঁধে রেখে গুদাম থেকে প্রায় ১২২ পিস টায়ার, বিভিন্ন কনস্ট্রাকশন ইকুইপমেন্টের স্পেয়ার পার্টস, একটি স্ক্যানার মেশিনসহ আনুমানিক সাড়ে ৩৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের মনিরামপুর এলাকা থেকে ডাকাত সর্দার আবুল কালাম ওরফে লাল মিয়াকে ও মুন্সিগঞ্জের নিমতলী এলাকা থেকে রবিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। পরে পিকআপটির মালিক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে যশোরের মনিরামপুর থানাধীন শ্যামপুর গ্রাম থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে লুট হওয়া ২৬ পিস টায়ার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার চারজনই পেশাদার ডাকাত। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।