মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বংশাল থেকে ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী সেলিমের নামে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তাকে নজরদারি রাখার পর ডিএমপির একটি গোয়েন্দা দল হাজী সেলিমকে আটক করেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশালের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তী সময়ে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com