বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা উত্তরের যুব মহিলা লীগের সাবেক সভাপতি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

তাঁকে রোববার গভীর রাতে নবাবগঞ্জের আওনা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তাঁর নামে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে নবাবগঞ্জে উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামের হাবিবুর রহমান ভূইয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ৫ আগষ্টের পর নবাবগঞ্জে বাবার বাড়িতে পালিয়ে থাকে। এ সংবাদ পেয়ে ঢাকার গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় রোববার গভীর রাতে অভিযান চালায় নবাবগঞ্জে। পরে শোল্লার আওনা গ্রামে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। আওয়ামীলীগ সরকারের পতনের পর হতে সে নবাবগঞ্জে বাবার বাড়িতে আত্মগোপনে ছিলো। তুহিনকে ধরতে এলে তিনি ফেসবুক লাইভে গিয়ে পুলিশ তাঁর বাড়ীঘর ঘেরাও করে ভাংচুর করছে বলে চিৎকার করেন। পরে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তারে সহায়তা করেন।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, তুহিন এমপি থাকা অবস্থায় শুধু ঢাকার মিরপুরেই নয় নবাবগঞ্জেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তুহিনের এক বোন হালিমা আক্তার লাবন্য ভূইয়া ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঢাকায় বসবাস করলে তৎকালীন ঢাকা- আসনের এমপি সালমান এফ রহমানের সাথে সখ্য গড়ে জেলার এ পদ বাগিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। আরেক বোন মামনী ভূইয়া ঢাকা জেলা পরিষদের সদস্য ছিলেন। এসময় তাঁরা তদবির বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। হাতিয়ে নেন বিপুল অর্থ। রাজধানীর গুলশানে ওয়েষ্টিন হোটেলে বির্তকিত যুবলীগ নেত্রী পাপিয়া কান্ডের ঘটনায়ও জড়িয়ে পড়েন এ সাবেক এমপি তুহিন।

এ বিষয়ে ডিবির পরিদর্শক নজরুল ইসলাম বলেন, সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com