বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

সাপাহারে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন তহবিল এডিপি কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন,পড়াশুনার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই সেই সাথে ছাত্র-ছাত্রীদের খেলার মানোন্ননের লক্ষে শিক্ষদের পরামর্শ প্রদান করেন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফাইমা খাতুন, ইউপি পরিষদের সদস্য মিজানুর চৌধুরী,শফিকুল ইসলাম,জগন্নাথ দেবনাথ, সচিব মহিদুল হক লিপু প্রমূখ ।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ক্লাবের সভাপতি/সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক সংগঠন ও ক্লাবে ৯টি কেরামবোড, ৬০টি ফুটবল, ১০টি ক্রিকেট সেট সহ মোট ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com