বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

সাপাহারে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর সাপাহারে শামিম হোসেন (১৪) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে তার বাবা মোকলেছুর রহমান ও মা-গোলাপী বেগম আত্মীয় স্বজনদের বাসা বাড়ী খোজাখুজি করে ছেলেকে না পেয়ে পাগল প্রায় হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে।

নিখোঁজ শামীম হোসেনের বাবা কর্তৃক সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, তার ছেলে শামীম হোসেন সাপাহার উপজেলার শহিদুল পাড়া হাফেজিয়া মাদ্রাসায় গত রমজান মাসে ভর্তি হয়ে হেফজো লাইনে লেখা পড়া করে আসছিল। গত ৪ অক্টোবর সে মাদ্রাসা হতে ছুটি নিয়ে নিজ বাসা উপজেলার শাহাবাজপুর মাদ্রাসা পাড়ায় আসে। বাসায় দুই দিন থাকার পর গত ৬ অক্টোবর (শনিবার) বিকেলে তার বাবা ও মা’র নিকট থেকে ২২শ” টাকা নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন। শামিম দুই, তিন দিনেও মাদ্রাসায় না আসায় পরদিন রবিবারে মাদ্রাসার সুপার নিখোঁজ শামিমের বাবার মোবাইলে ফোন করে জানায় যে, তার ছেলে কযেকদিন যাবত মাদ্রাসায় আসেনি। মাদ্রাসা সুপারের মোবাইলে কথা হওয়ার পর থেকে তারা পাগলের মত সকল আত্মীয় স্বজনদের বাড়ী খোজা খুজি শুরু করে দেয়। কোথাও ছেলেকে খুজে কিংবা সন্ধান না পেয়ে ৯ অক্টোবর (মঙ্গলবার) সাপাহার থানায় ছেলে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি দায়ের করেন। যার ডায়রি নং-৩২৯ । কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন খোজ কিংবা সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে সন্ধান দেওয়ার জন্য তারা বিনিত অনুরোধ করেছেন। মোবাইল নম্বার-০১৭৩৯-৬১৪৬২৯ সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে বলেও বাবা মোকলেছুর রহমান ঘোষনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com