মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

সাপাহারে ভারতে পাচারের সময় ১৩ সোনারবার সহ আটক ২

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥
নওগাঁর সাপাহার সীমান্তে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা ৮শ’ ১৮ গ্রাম ওজনের বিস্কুট সাইজের ১৩টি সোনার বার সহ (যার আনুমানিক ৩২ লক্ষ ৭৫ হাজার টাকা) দুই জনকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের পাতাড়ী মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠের নিকট থেকে সোনাগুলি আটক করা হয়েছে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যার সময় কয়েক জন ব্যাক্তি সোনাগুলি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই ঈদগাহ মাঠের নিকট জটলা করছিল। গোপনে সংবাদ পেয়ে আদাতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সোনার বারের থলেটি ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা উক্ত স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় থলেটি উদ্ধার করে থলের মধ্য হতে ৮শ’ ১৮ গ্রাম ওজনের ছোট বড় বিভিন্ন সাইজের ১৩টি সোনার বার পায়।

এ বিষয়ে আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল তাৎক্ষনিক বিষয়টি ১৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল খাদেমুল বাসারকে জানালে ঘন্টা খানেক পরে রাত্রি সাড়ে ৮টার সময় তিনি ঘটনাস্থলে এসে সোনার বারগুলি দেখেন ও পাচার কাজের সাথে জড়িত উত্তর পাতাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে হামিদুর (৩৫) পাতাড়ী ড্রেনপাড়া গ্রামরে মৃত জোহাক আলীর ছেলে সাদেকুল ইসলাম(৪০) কে আসামী করে স্থানীয় থানায় পাচার সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান।

এবিষয়ে আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল জলিলের সাথে ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।মফস্বল এলাকার সীমান্ত দিয়ে সোনা পাচারের বিষয়টি এলাকাবাসীদের বেশ ভাবিয়ে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com